কাউনিয়া সড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে পুলিশের অভিযানের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ও মহাসড়কে ব্যাপক হারে দুর্ঘটনা বৃদ্ধির ফলে রংপুরের কাউনিয়ায় হেলমেট পরিধানে পুলিশের বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ(২৩মার্চ)বুধবার কাউনিয়া বাসস্টান এলাকায় ডিআইজি দেব দাস ভট্রাচার্যের নির্দেশে সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিধানে পুলিশের বিশেষ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি মো. ওয়ালিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি কার্যালয়ের স্টাফ অফিসার এবিএম জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল মোঃ আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান, ইন্সপেক্টার (তদন্ত)মো: সেলিমুর রহমান, এসআই মো: সামিউল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অভিযান পরিচালনা কালে মটর সাইকেল চালক ও আরোহীদের হেলমেট না থাকায় জরিমানাসহ মামলা দায়ের করা হয়।