শনি. ডিসে. 14th, 2024

কোভিড: মৃত্যুহীন ২৪ ঘন্টায় শনাক্ত ৩৪

সারাদেশে ১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কোভিড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

দেশে গত ২৪ ঘ্ণ্টায় আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের ৩০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
বাকি ৪ জনের মধ্যে গোপালগঞ্জ ও কক্সবাজারে ২ জন করে শনাক্ত হয়েছেন। সারা দেশে কোথাও কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন কোভিডে ৩১ জন শনাক্ত হয়েছিল।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।