ক্ষুদ্র ব্যবসায়িরা অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখছে : রসিক মেয়র মোস্তফা
মহানগর প্রতিবেদক :
রংপুর জেলা খিলিপান দোকান মালিক সমিতি ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, আলোচনা সভা, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ নতুন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, ছোট ছোট ব্যবসায়িরা নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ফুটপাতে অনেক কষ্ট করে ব্যবসা পরিচালনা করেন। পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন-যাপন করেন। তাদের ছেলে-মেয়েরাই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দেশ পরিচালনার ক্ষেত্রে অবদান রাখছে। ওই পরিবারের ছেলে-মেয়েরাই কষ্ট করে মানুষ হচ্ছে বলে আজ তারা দেশে অর্থনৈতিক সমৃদ্ধিও কাজে সামিল হচ্ছে। তাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে।
অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রংপুর জেলা খিলিপান দোকান মালিক সমিতি সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আরহাজ্ব আলতাফ হোসেন, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ মো. আশরাফুদৌলা আরজু, সিনিয়র সহ-সভাপতি মফিজার রহমার চাঁন্দ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন আলম, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা খিলিপান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সমিতির সহ-সভাপতি আক্কাস আলী ও সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানের সমিতির শাখা কমিটির সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন লিটন পারভেজ মান্না।