রবি. সেপ্টে. 15th, 2024

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু
বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়ে।

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে সাতজন মারা গেছে। মারাত্মক আহত অবস্থায় আরো ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে ব্রিকফিল্ড রোডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।