জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কাউনিয়ায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
কাউনিয়ায়(রংপুর)প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ওনার সহধর্মীনি শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে কাউনিয়া উপজেলা জাতীয় পার্টি।
আজ(১৭ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে জাতীয় পার্টি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বাগদাদ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কাউনিয়া বাসস্টান্ড চত্ত¡রে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট শাহীন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, বালাপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সাইদ মন্টু, কুর্শা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আব্দুর রহিম রুবেল, সদস্য সচিব আব্দুর রহিম থোকনসহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তীতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়াও জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।
এ অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায় । আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ওনার সহধর্মীনি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী জানান।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।