মঙ্গল. অক্টো. 15th, 2024

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নীলফামারী কিশোরগঞ্জে নিহত ১, আহত নারীসহ ৬ নিজ বাড়ীতে অগ্নিসংযোগ

সুভাষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু ও দুই নারীসহ ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১২তারিখ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক (৪৮) নামে একজন মারা গেছে। নিহত ব্যাক্তি চাঁদখানা ইউনিয়নে কাঠগাড়ী পন্ডিতপাড়া গ্রামের মৃত: উজির মামুদের ছেলে। কিশোরগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি গ্রামের চিনার উদ্দিনের ছেলে ইশা মামুদের সাথে এক একর ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার দিন চাঁদখানা ইউনিয়নের মৃত: উজির মামুদের ছেলে এনামুল হক বড় ছেলে একরামুল নাতী হানিফ মিয়া ও ভাতিজা তহিবুলকে সাথে নিয়ে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাংগাপাড়া গ্রামের চিনার উদ্দিনের ছেলে ইশা মামুদের বাড়ির কাছাকাছি আসলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ইশা মামুদের ছেলে আজিকুল মিয়া ভগ্নিপতি এন্তাজ মিয়া স্ত্রী আশেদা বেগম এবং প্রতিবেশি মতিয়ার রহমানের ছেলে মিঠু মিয়া, বাবু মিয়াসহ সকলেই দেশীয় অস্ত্র দিয়ে এনামুলকে মারপিট শুরু করলে উভয়ের সংঘর্ষে বেঁধে যায়, পরে এনামুলের অবস্থা আশংখাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল এবং বাকিদের কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, এদিকে অবস্থা বেগতিক দেখে ইশা মামুদ নিজ বাগির রান্না ঘরে আগুন লাগিযে দেয়। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতরা হলো হানিফ মিয়া (২৬) একরামুল (২৮) তহিবুল (৩৪) অপর পক্ষের এন্তাজুল মিয়া (৪০) আজিকুল (২৫) আশেদা (৪৫)। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খতিবুল ইসলাম বলেন, বাহাগিলিতে আগুন লাগার খবর পেয়ে দ্রæত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে, হতাহতের কোন ঘটনা ঘটেনি, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের দন্দ চলে আসছিল গত কাল দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মরা গেছে। মামলা দায়েরর প্রস্ততি চলছে।