শুক্র. সেপ্টে. 13th, 2024

জিংক সমৃদ্ধ ধানের বীজ বাজারজাতকরণে বীজ বিক্রেতাদের সাথে মতবিনিময়

লালমনিরহাট প্রতিনিধি :


পুষ্টিগুণ জিংক সমৃদ্ধ ধানের বীজ বাজারজাতকরণে লালমনিরহাটের বীজ বিক্রেতাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা হারভেস্টপ্লাস বাংলাদেশ এবং স্থানীয় নজীর (নতুন জীবন রচি)-এর যৌথ আয়োজনে দিনব্যাপি ওই আলোচনা সভা নজীর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ১০ জন জিংক ধান উৎপাদনকারী কৃষক দলের নেতা, ১৮ জন বীজ ডিলার এবং ৪ জন সীড কোম্পানীর প্রতিনিধি অংশগ্রহন করেন। নজীরের নির্বাহী পরিচালক নরূল হক সরকারের সভাপতিত্¦ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিএডি, বিএডিসি প্রতিনিধি হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি (শস্য), ডিএই সামসুজ্জামান ও হার্ভেস্টপ্লাস বাংলাদেশ’র সিবিসি প্রকল্প প্রোজেক্ট অফিসার রুহুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোজেক্ট অফিসার মোশারফ হোসেন। সভায় বক্তারা বলেন, জিংক এক ধরনের অনুপুষ্টি।

মানবদেহে এর গুরুত্ব অপরিসীম। জিংক সমৃদ্ধ চালের ভাত গ্রহণের মাধ্যমে জিঙ্কের ঘাটতি পূরণ সম্ভব। তাই জিঙ্ক সমৃদ্ধ ধানের চাল গ্রহণের বিষয়ে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সবাইকে জানানো জরুরি। সভায় বোরো মৌসুমে যেন বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বীজ ডিলার এবং কৃষকরা সহজেই চাহিদা মাফিক জিংক সমৃদ্ধ ধানের বীজ গ্রহণ করে চাষাবাদ করতে পারেন সে বিষয়ে অংশগ্রহনকারীদের গুরুত্ব আরোপ করা হয়।