শুক্র. ডিসে. 13th, 2024

জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ

বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। রমজান সামনে রেখে আগামী ৩১ জানুয়ারির আগে এ সেবা চালু করার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনয়ন’ সংক্রান্ত পরামর্শক সভায় ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন।

সভায় টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দোকান মালিক সমিতি, সুপারশপ ওনার্স অ্যাসোসিয়েশন, ভোগ্যপণ্যের বিভিন্ন করপোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুনায়েদ আহমেদ বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এজন্য প্রযুক্তির মাধ্যমে বাজারের সঠিক তথ্য-উপাত্ত জানতে হবে। মোবাইল অ্যাপ, জোনিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে। উৎপাদন, মজুত, বাজারজাত, বিপণন ও আমদানির সঠিক তথ্য-উপাত্ত জানার জন্য আলাদা নতুন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।