শনি. ডিসে. 14th, 2024

টাচ্ স্টোন মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি
উৎসব মূখোর পরিবেশে কাউনিয়ার স্বনামধন্য শিক্ষালয় টাচ্ স্টোন মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, বলপাচার, লম্ফ, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাঁজোসহ নানা খেলায় স্কুলের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকগণসহ প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ লুৎফর রহমান, উপাধ্যক্ষ শাহ্ মোস্তাফিজার রহমান, চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রানা, ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সরকার, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জাহাঙ্গীর আলম জনি, পরিচালক (অর্থ ও প্রশাসন) করিমুজ্জামান, স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।