ট্যানারি বর্জ্যে মাছ-মুরগির খাবার: দণ্ডিত ১০, জরিমানা ২৪ লাখ
রাজধানীতে ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার তৈরির অপরাধে ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সেলিম মিয়া, জুয়েল মিয়া ও জাহিদ হাওলাদার নামে তিন প্রতিষ্ঠানের তিন মালিক রয়েছেন। বাকিরা কর্মচারী বলে জানান।
র্যাব-২, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত হাজারীবাগ এলাকায় এ অভিযান চলে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্টট সারওয়ার আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযানে ছয়টি কারখানা সিলগালা করা হয়েছে। নয়টি প্রতিষ্ঠান থেকে মোট ২৮০০ টন বিষাক্ত পোল্ট্রি ও ফিশ ফিড জব্দ করা হচ্ছে। এসব পণ্য মাটি খুঁড়ে তার মধ্যে রেখে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে “