ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার লালমনিরহাট রেলওয়ে থানাধীন আদিতমারী কাকিনা রব্বানীনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। এসংক্রান্তে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজ্জু করা হয়েছে।
সূত্র জানায়, ঘটনারদিন রাত ৯টা ৩০ মিনিটের দিকে বুড়িমারী হতে লালমনিরহাট গামী ৭২নং কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্ডামের জন্য মর্গে প্রেরণ করেন। অতঃপর মৃত ওই যুবকের পরিচয় পাওয়া না গেলে পরে তার লাশ অজ্ঞাতনামা হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট শাখার মাধ্যমে দাফন করা হয়েছে।
এব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ)সুকুমার চন্দ্র বর্মন