ডিমলায় তিস্তা নদীতে যুবক নিখোঁজ
নিউজ ডেস্ক:
তিস্তা নদীতে সাঁতার দিয়ে পার হবার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে এক যুবক। আজ রবিবার (১০ অক্টোবর)দুপুর দেড় টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার বার্ণিঘাট পয়েন্টে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছ ধরার জন্য নদী পার হতে সাঁতার দিয়েছিল তিন জন। টি বাঁধের কাছে তীব্র স্রোত পার হতে না পারলে স্থানীরা ৭/৮ বছরের দুই শিশুকে উদ্ধার করেছে। বাকী একজন পানিতে ডুবে গেছে তার নাম আজাহারুল ইসলাম(৩০)।
জানা গেছে, নিখোঁজ ওই ব্যক্তির বাসা ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে। তিনি টেপাখড়িবাড়ী দক্ষিনখড়িবাড়ী(জিহাদ বাজার)গ্রামের আলতাফ হোসেন(চেংগু)-এর বাড়ীতে ঘর জামাই থাকতেন। তিনি একজন ভ্যান চালক।
বিষয়টি নিশ্চিত করেন টেপাখড়িবাড়ী ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য হামিদুল ইসলাম বলেন,ওই ব্যক্তির লাশ উদ্ধারের জন্য ডিমলা ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়েছে।