রবি. সেপ্টে. 15th, 2024

তিনদিনে ১ লাখ ২৫ হাজার মোবাইল বন্ধ করছে বিটিআরসি

নিউজ ডেস্ক:

প্রথম তিনদিনে ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে। এরপর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধন না থাকায় প্রথম তিনদিনে এ সংখ্যক হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করে দেয় বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনইআইআর ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে আইএমইআই নম্বর নিবন্ধিত হয় প্রায় ৪৪ কোটি মোবাইল ফোনের। বর্তমানে নেটওয়ার্কে সচল হয়েছে প্রায় সাড়ে ২২ কোটি ফোন। এছাড়াও আরও ২২ কোটি বৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হওয়ার অপেক্ষায় আছে।

বিটিআরসি আরও জানায়, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন করা ও বিদেশ থেকে আমদানি করা মোবাইল সেটও এনইআইআরে সংরক্ষিত রয়েছে। এছাড়াও অক্টোবর মাসের আগ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।

প্রথম তিনদিনে নেটওয়ার্কে যুক্ত হতে চেয়েও পারেনি ১ লাখ ২৪ হাজার ৮৬১টি হ্যান্ডসেট।
আর কোনও আনঅফিসিয়াল বা অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে না জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ইতিমধ্যে বেশ কিছু অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছি। আর এ প্রক্রিয়া চলমান থাকবে।