শনি. ডিসে. 14th, 2024

তিস্তায় দূর্বৃত্তের পাথরের ঢিলে ট্রেনের অনডিউটি ট্রেন পরিচালক আহত

নিজস্ব সংবাদদাতা :

লালমনিরহাট থেকে ছেড়ে আসা সাটল ট্রেনে থাকা নিমু চন্দ্র রায় অনডিউটি ট্রেন পরিচালক দূবৃত্তদের ছোরা পাথরের ঢিলে গুরুতর আহত হয়েছেন।

এলাকাবাসি জানান, ট্রেনটি তিস্তার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে বাহির থেকে অতপেতে থাকা কিছু যুবক ট্রেনে ঢিল শুরু করে। এতে নিমু চন্দ্র রায় আহত হন। তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নিমু চন্দ্র রায়ের বাসা লালমনির হাট জেলায় ।

এদিকে কাউনিয়া হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আতিকুর রহমান আরাফাত জানান, রোগীর প্রাথমিক চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

এ ব্যাপারে কাউনিয়া ষ্টেশন মাষ্টার জেনারুল ইসলাম বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখ জনক বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।