থ্যালাসামিয়া রোগে আক্রান্ত : কাউনিয়ায় পত্রিকা বিক্রেতার শিশুপুত্র’র পাশে এএসপি জাকারিয়া
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ সেই মহানুভবতার দৃর্ষ্টান্ত রংপুরের এএসপি সি সার্কেল মোঃ জাকারিয়া রহমান। এগিয়ে দিলেন সহযোগীতার হাত, প্রকাশ করেন সমবেদনা। কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের পত্রিকা বিক্রেতা নবমুসলিম মোঃ আব্দুর রহমান রউফ এর মেধাবী শিশুপুত্র গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ আইয়ুব আলী আনছারী(৯) মরনব্যাধি থ্যালাসামিয়া রোগে আক্রান্ত হয়ে দারিদ্র ঘরে জন্ম। ফুটফুটে শিশুটি নিজেও জানেনা কি এক ভয়ংকর মরণব্যাধির বাসা তার শরীরে। বর্তমানে শিশুটি অর্থাভাবে বিনাচিকিৎসায় বাড়ীতে মৃত্যুর প্রহর গুনছে। চিকিৎসকরা জানিয়েছেন, এমরণব্যাধির চিকিৎসা করতে খরচ হবে চার-পাঁচ লাখ টাকার বেশী। পত্রিকা বিক্রেতা দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগান দেয়ার কোন সামর্থ্য নেই। খবরটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে মানবতার কল্যাণে এগিয়ে আসেন এএসপি জাকারিয়া। রবিবার ২৪ডিসেম্বর দুপুরে থ্যালাসামিয়া রোগে আক্রান্ত শিশু আইয়ুব এর বাড়ীতে যান। কথা বলেন অসুস্থ শিশু ও তার পিতা মাতার সাথে। এব্যাপারে শিশুটির পিতা আব্দুর রহমান রউফ জানান, চলতি বছর একই রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় তার বড় ছেলে মজিদুল ইসলাম মারা গেছে। ছোট ছেলে আইয়ুব আলীও একই রোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। পড়াশুনায় সে খুব ভালো ছিল। সব সময় হাস্যজ্জল মুখ নিয়ে স্কুলে যেতো আসতো। আজ সে বিছানায় নিরুত্তাপ শুয়ে আছে। ওর দিকে তাকাতে পারছি না। আপনারা আমার শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন। ছেলেটার চিকিৎসায় সহযোগিতা করুন। অশ্রুসিক্ত নয়নে শিশুটির মা মোছাঃ মর্জিনা বেগম জানান, আমার স্বামী সারাদিন বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করে যা আয় করে তা দিয়ে কোন রকম সংসার চলে। মেজ ছেলে বিনাচিকিৎসায় মারা গেছে। ছোট ছেলেটি বিছানায় মরণ-যন্ত্রনায় ছটফট করছে। তিনি আরো বলেন, সমাজের বিবেকবান ও বিত্তবানদের কাছে আবেদন আমার শিশুসন্তানটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়াবেন এই আশা করছি। আপনারাই পারেন আমার শিশুটিকে আর্থিক সাহায্য করে ভাল করে তুলতে। এসময় এএসপি জাকারিয়া শিশুটির সূ-চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ^াস দেন এবং বিত্তবানদের প্রতি অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। শিশু আইয়ুব আলীর চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন বিকাশ নম্বর- ০১৭৩৮৭১৪৭৮৪(ব্যক্তিগত)। যোগাযোগ- মোবাইল : ০১৭৩৮৭১৪৭৮৪।