মঙ্গল. নভে. 12th, 2024

“দিনাজপুরের পার্বতীপুরে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ”

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের পার্বতীপুরে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ‘ডু-নেশন’ এর সার্বিক সহযোগিতায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আমজাদ হোসেন ও ডু-নেশনের কর্নধার সৈয়দ আপন আহমেদ আহসান-এর উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করা হয়। পার্বতীপুর উপজেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জন সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, নারী-পুরুষ ও রেল স্টেশনের কুলিদের মাঝে তা বিতরণ করা হয়। একই দিন পার্বতীপুর রেলওয়ে জংশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে ৩ শতাধিক দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়। এটা ছিলো ডু-নেশনের পক্ষ থেকে ১২-তম ইফতার বিতরণী অনুষ্ঠান। ইতোমধ্যে ডু-নেশনের পক্ষ থেকে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে পার্বতীপুরের পুরাতন বাজার এতিমখানা, নতুন বাজার এতিমখানা, মন্ডলপাড়া মাদ্রাসা, রুস্তমনগর আলিয়া দাখিল মাদ্রাসা, ছোটহরিপুর মাদ্রাসা ও পার্বতীপুর রেলওয়ে জংশনের কুলি-শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের মাঝে। আরও ইফতার বিতরণ করা হয়েছে, রেলওয়ে জংশন এলাকার সুবিধা বঞ্চিত হাজারো মানুষদের মাঝেও। ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন এর মানবিক মানুষ সৈয়দ আপন আহমেদ আহসান যিনি নেপথ্যে থেকে গত দুই বছর ধরে নিরবে-নিভৃতে এই কাজ করে আসছেন। গত কোরবানীর ঈদে (২০২১) সাড়ে নয় মন ওজনের গরুর মাংস পার্বতীপুরবাসীর মাঝে বিতরণ করে ইতোমধ্যে অত্র এলাকার মানুষের মাঝে ‘অতি আপনজন’ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। ডু-নেশনের এই উদ্যোক্তা, বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহমেদ আহসান ঢাকা ছাড়াও পার্বতীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজানের এই মাসে পার্বতীপুরের অতি দরিদ্র মানুষের মাঝে প্রতিদিন ইফতারেরও ব্যবস্থা করেছেন তিনি। আর তা বাস্তবায়ন করে যাচ্ছেন, পার্বতীপুরের আরেক মানবিক মানুষ জনদরদী মোঃ আমজাদ হোসেন। ইফতার বিতরণের স্থানীয় উদ্যোক্তা ও সার্বিক ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন, পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মাহতাব হোসেন লিটন।