মঙ্গল. অক্টো. 15th, 2024

দিনাজপুর উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

দিনাজপুর প্রতিনিধি :

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশের সকল জেলার উন্নয়ন মাপকাঠিতে দিনাজপুরের চলমান সার্বিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক অনগ্রসরতাকে দূর করার লক্ষ্য নিয়ে দিনাজপুর উন্নয়ন ফোরাম কাজ করে যাবে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দিনাজপুর উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে ফোরামের আহবায়ক নিয়ামত আলী খোকন লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুর জেলার সকল উপজেলা ও পৌরসভাভিত্তিক আর্থ-সামাজিক সমস্যা চিহ্নিতকরন করে সকলের সহযোগিতা নিয়ে উন্নয়ন করা। তবে মূল লক্ষ্য দিনাজপুর পৌরশহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব জিয়াউর রহমান খান লিটন, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও সচিব মো: জুলফিকার রহমান, এনজিও ব্যক্তিত্ব চৌধুরী মো. তাইয়ুব তাজ্জামুল রানা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্দুর রহমান, কবি মুজতবা আহমেদ মুরসেদ প্রাক্তন উপদেষ্টা বিমসটেক, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাজুল ইসলাম, ডা. রাজিউন লাবুনী, সমাজ সেবক এস এ মেহেরুল্লা চৌধুরী বাদল, সিনিয়র সাংবাদিক গোলাম নবী দুলাল প্রমুখ।

এ ছাড়াও কমিটিতে আরো রয়েছেন অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আস্দুজ্জামান সোবহানী, সমাজসেবা কর্মকর্তা সদস্য মিসেস মাহফুজা চৌধুরী প্রমুখ।