মঙ্গল. অক্টো. 15th, 2024

দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা অপচেষ্টায় লিপ্ত : সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী :

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব যখন বিশ^বাসি অনুসরন করছে, ঠিক সে মুহুর্তে বাংলাদেশকে বিতর্কিত করতে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ৭১’র পরাজিত শক্তিদের এই ষড়যন্ত্র কোনভাবে সফল হবে না তাদের প্রতিহত করতে হবে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নীলফামারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বক্তব্য দেন মেয়র প্রার্থী দেওয়ান কামাল আহমেদ। অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও বন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার কানিজ ফারাহ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন আর অগ্রযাত্রায় বিশে^র মাইল ফলক। বিশ্ব নেতারা বাংলাদেশের নেতৃত্ব ও উন্নয়নকে অনুকরণ এবং অনুসরণ করছেন এখন। এ কারণে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং কেউ ছাড় পাবেন না। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সবাই সম্প্রীতি নিয়ে বসবাস করবে এবং কেউ কারো জন্য হুমকি হয়ে থাকবে না। তিনি বলেন, নীলফামারীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেওয়ান কামাল আহমেদ যে জনপ্রিয় আমার মতে তাকে হারানোর মত কেউ নেই। তিনি দীর্ঘদিনের জননেতা, দীর্ঘদিনের দলীয় নেতা, এখন আরো শক্তিশালী এবং আরো জনপ্রিয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক দিতে তার প্রতি আস্থা রেখেছেন। আমি মনে করি বিপুল ভোটে এখানকার আপামর মানুষ তাকে নির্বাচিত করে শেখ হাসিনাকে সম্মানিত করবেন এবং দেওয়ান কামালকে আরো নন্দিত করবেন। মঞ্চে মেয়র প্রার্থী দেওয়ান কামাল আহমেদকে ফুলেল নৌকা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতারা। মেয়র প্রার্থী হিসেবে দেওয়ান কামাল আহমেদ বলেন, সেই ১৯৮৯ সাল থেকে মানুষের জন্য কাজ করে আসছি। যখনই যে মানুষ এসেছেন তাৎক্ষনিক ভাবে তার কাজটি করার চেষ্টা করেছি আমি। পৌর মেয়র হিসেবে দলমত নির্বিশেষে আমি যেমন মানুষের কাজ করেছি তেমনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় কাজ এবং নেতা কর্মীদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। তিনি বলেন, আমার বিশ্বাস শতকরা ৯০-৯৫ ভাগ মানুষ আমাকে ভোট দিয়ে নীলফামারী পৌরসভায় আবারো নির্বাচিত করবেন এবং আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরে গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের সুযোগ দেবেন। এসময় আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।