নাগেশ্বরীতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ১০ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেলও আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকাল ৩টায় উপজেলার সন্তোষপুর সাতানীপাড়ার ফারাজীটারীগামী রাস্তা হতে মোটর সাইকেলে বহনের সময় ৫ কেজি ৩ ‘ গ্রাম গাঁজাসহ রামখানা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত আজমত আলীর ছেলে মহির উদ্দিন মহুকে (৩৪) এবং একই দিনে একই ইউনিয়নের পশ্চিম রামখানা পঞ্চায়েতটারী গ্রামের মৃত মন্টু মিয়ার স্ত্রী রাশিদা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে রাখা ৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রশিদা বেগমকে (৪৯) আটক করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, ধৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।