নীলফামারীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা নবাগত পুলিশ সুপারের ।
সুভাষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম ও পিপিএম সেবা । সোমবার (১৩ জানুয়ারি) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রুহুল আমিন, সদর থানার ওসি মমিনুল ইসলাম, জেলা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এ আর আল আমিন, দ্যা ডেইলি এশিয়ান এ্যাজের জেলা প্রতিনিধি রাজা আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ্ মিলন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।