রবি. সেপ্টে. 15th, 2024

নীলফামারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর কিশোরগঞ্জের পুষনা গ্রামে সাপের কামড়ে মোমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার রাতের কোনো একসময় ঘুমিয়ে থাকা অবস্থায় বালিশের নিচে থাকা বিষধর সাপ দংশন করে তাকে। পরিবারের লোকজন তেলাপোকা কামড় দিয়েছে বলে ঘুমিয়ে যান।

পরে গতকাল ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর বিষে কালো হয়ে মারা গেছেন ৩ সন্তানের জননী ওই গৃহবধূ। তাঁর বাবার বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়। বাবার নাম মৃত মহির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল।