বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে স্কুল ও কলেজ শাখার শিক্ষকেরা।

সুভাষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হকের দূর্নিতি, স্বেচ্ছাচারিতা, অসেীজন্যমূলক আচরন ও লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম দূর্ণিতিতে জড়িয়ে থাকায় তার অপসারনের দাবিতে মানববন্ধন করেছে স্কুল ও কলেজ শাখার শিক্ষক ও কর্মচারিরা। সোমবার (১৩ জানুয়ারি) জেলা শহরের চেীরঙ্গী মোড়ে মানববন্ধন করে শিক্ষকেরা। মানববন্ধনে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মাহবুবার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষক তিমির কুমার বর্মন, মিজানুর রহমান, ভুবন তরফদার, তুষার রায় , খালেক সাদেক চেীধুরী, সিমা খাতুন, আমিনা বেগম, সুমি আক্তার, সত্তেন রায় সহ স্কুল ও কলেজ শাখার শিক্ষকেরা ও কর্মচারিবৃন্দরা।