পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা উত্তর কোরিয়ার
পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থার একটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, পানির নিচে পরীক্ষা করা ড্রোনটিঅনুমিতভাবে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। দেশের পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছিল।
উত্তর কোরিয়ার এই পরীক্ষা চালানোর দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের ড্রোনগুলোর সক্ষমতা সম্পর্কে উত্তরের বর্ণনা অতিরঞ্জিত।
শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটন, সিউল এবং টোকিওর যৌথ সামরিক মহড়া তাদেরকে পানির নিচে অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য উস্কানি দিয়েছে। ত্রিদেশীয় মহড়াকে ‘আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করার’ এবং উত্তরের নিরাপত্তাকে হুমকির জন্য অভিযুক্ত করেছে পিয়ংইয়ং।