পারিবারিক বিরোধে সৎ ভাইকে গলা কেটে হত্যা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি তার সৎভাইকে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাশড়া ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে ক্ষেতলাল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান।
নিহত খাজামুদ্দিন (৫৫) ওই গ্রামের মৃত জমির উদ্দিন ওরফে জুমার ছেলে। তার সৎ ভাই সাদ্দাম হোসেনকে (৩৫) ঘটনার পরপরই আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সাদ্দাম সোমবার সন্ধ্যায় খাজামুদ্দিনের বাড়িতে গেলে সেখানে দুজনের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে জবাই করে। পরে পালানোর সময় গ্রামবাসী তাকে আটক করে পিটুনি দেয়।”
ঘটনার সময় খাজামুদ্দিনকে বাঁচানোর জন্য এগিয়ে এলে গৃহকর্মী মন্তাজ আলীও ছুরিকাহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।