পার্বতীপুরে গ্রেনেড হামলা দিবসে আ’লীগের বিশাল জনসভা
পার্বতীপুর (দিনাজপুর) থেকে মেনহাজুল ইসলাম তারেকঃ
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এমএ ওহাব সরকার, এড. সৈয়দুল আলম শান্তু, আমজাদ হোসেন, অধ্যক্ষ আঃ রাজ্জাক সরদার, আমিরুল মোমেনিন মমিন, শাহাবুদ্দিন শাহ, আঃ রহমান হামিদীসহ মহিলা আ’লীগের নেত্রীবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় নিহতদের স্মরনে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।