মঙ্গল. অক্টো. 15th, 2024

পার্বতীপুরে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ ছাত্রলীগ রামপুর ইউনিয়ন শাখা আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেয় বারোকোনা আদিবাসী যুব সংঘ বনাম শহিদুল আর্মি ফুটবল একাডেমী। খেলায় বারোকোনা আদিবাসী যুব সংঘ ২-০ গোলে জয়ী হয়। পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের নূরুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২ এপ্রিল, ২০২২) বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, জননেতা মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা ও সভাপতি ইয়ং স্টার ক্লাব, পার্বতীপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরুল মোমিনিন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর ও সাংগাঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ পার্বতীপুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল সরকার।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম সাগর।