রবি. সেপ্টে. 15th, 2024

অবৈধ বালু উত্তোলনকারীকে ছয় মাসের জেল দিয়েছে মোবাইল কোর্ট ।

রংপুর ব্যুরো:- রংপুরের পীরগঞ্জ উপজেলার দোসরা জুন ১২ নং মিঠিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসানপুর গ্রামের নলেয়া পাড়ায় নলেয়া খালের তীরবর্তী স্থানে জনৈক মো: হালিম মিয়া (৩৮) ব্যক্তি মালিকানাধীন জমি থেকে শ্যালো পাম্পের মাধ্যমে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের মাধ্যমের নলেয়া খালের গতিপথ রোধ এবং পাশ্ববর্তী কৃষি জমির ক্ষতিসাধন করছিলো, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারার অপরাধ। এমতাবস্থায়, মোবাইল কোর্ট আইন,২০০৯ এর ৬(১) ধারায় উক্ত অপরাধ আমলে গ্রহণপূর্বক ৭(২) ধারা মোতাবেক আসামীর দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আসামীকে ০৬(ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই সাথে অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ৪০,০০০/- মূল্যের শ্যালো পাম্প ও পাইপ জব্দ করে নিলাম বিক্রয়ের জন্য ১২নং মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেছে, সহকারী কমিশনার (ভূমি) । অবৈধ বালু উত্তোলন কারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনিক মহলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।।