বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কাউনিয়ায় কৃষকলীগের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :

আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে ভাষন দেওয়ার কথা আছে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল করেছে রংপুরের কাউনিয়া উপজেলা কৃষকলীগ।

শনিবার(২৯জুলাই)বিকালে কাউনয়িা উপজলো কৃষকলীগরে আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে বিশেষ প্রস্ততি সভা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবা রানী, ঢাকা মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শাহীন মাস্টার, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জগদিস সিং, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপজলো ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরইসলাম, সদর বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক ও যুবলীগ নেতা নাজির হোসেন মিঠু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি উজ্জল কুমার রায় বাদল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আগামী ০২ আগষ্ট রংপুর জিলা স্কুল মাঠে দীর্ঘ প্রায় এক যুগ পর রংপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, সমাবেশে ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার প্রধান প্রাধান সড়ক হয়ে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়।