সোম. অক্টো. 14th, 2024

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় একজনের সাত বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় রাজশাহীতে একজনের সাত বছরের দণ্ড দিয়েছে আদালত।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ট্রাইব্যুনালের পিপি ইসমতারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়ানোর দায়ে তাকে তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ ধারায় দোষী সাবস্ত করে আদালত এই সাজা দেয়।

রায় ঘোষণার সময় আসামি আক্তার হোসেন (৪৫) আদালতের কাটগড়ায় ছিলেন।

পিপি ইসমতারা বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বরের আক্তার হোসেন ফেইসবুকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিংকে নিয়ে বিকৃত ছবি পোস্ট করেন। পরে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।

“পাঁচজনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে আদালত তাকে এই সাজা দেয়।”