বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর
বদরগঞ্জ, রংপুর প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরশাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুসাইন, মেডিকেল অফিসার ডা. সাকলাইন রিফাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ কু-ু, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান মানিক ও সাবেক সভাপতি সুশীল আগরওয়ালা প্রমুখ।