বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি : সমঝোতা সই
বার্তা ডেস্ক :
সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব। এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই হয়। সৌদি আরবের পক্ষে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আছে জানিয়ে চুক্তি সই অনুষ্ঠানে সালমান এফ রহমান আশা প্রকাশ করে বলেন, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।