বুধ. সেপ্টে. 11th, 2024

বাংলাদেশ মহিলা পরিষদের কমিটি গঠন ও সম্মেলন/১৯ অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ কাউনিয়া উপজেলার আয়োজনে গত বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে মাহমুদা চৌধুরীর সভাপতিত্ত্বে নতুন কমিটি গঠন ও সম্মেলন/১৯ অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে বক্তব্য রাখেন রুমানা জামান সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা, ফারজান সরকার লিগ্যাল এইড রংপুর জেলা, মোছাঃ সেলিনা তালুকদার শিউলি, জেলা পরিষদ সদস্য, রংপুর জেলা, তাহেরা ইলাম সদস্য রংপুর জেলা।
এসময় বক্তব্যে তারা জানান নারীদের অধিকার প্রতিষ্ঠাসহ যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ করতে সকলে এগিয়ে হবে এবং এ বিষয়ের উপরে উপস্থিত সকলে নিয়ে শপথ বাক্য পাঠ করান।
দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে, নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটিতে সভাপতি দায়িত্ব গ্রহণ করেন রিতা সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ, কাউনিয়া উপজেলা শাখা, কাউনিয়া, রংপুর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অর্চনা রাণী সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ, কাউনিয়া উপজেলা শাখা কাউনিয়া, রংপুরসহ মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
সর্বশেষে নর্বনির্বাচিত সভাপতি রিতা সরকার সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।