বিদ্যালয়ের বাইরে কোন শিক্ষক কোচিং করাতে পারবেন না – ডা. দিপু মনি
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, বিদ্যালয়ের বাইরে কোন শিক্ষক কোচিং করাতে পারবেন না। অনেক শিক্ষক আছেন বিদ্যালয়ে বসে শিক্ষার্থীদের না পড়িয়ে নিজস্ব বাসা-বাড়িতে বসে কোচিং করিয়ে থাকেন। এবং তাদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এসব কাজ শিক্ষকদের করা যাবে না। যে সকল বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীরা আছে যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারেনা, তাদেরকে বিদ্যালয়ে বসে বিনামুল্যে আলাদাভাবে পড়া-লেখা করিয়ে এগিয়ে নিতে হবে। যাতে করে সে সকল নিম্নবিত্ত শিক্ষার্থীরা সুশিক্ষার সুযোগ পায়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অনুষ্ঠানে তিনি আরো বলেন, অনেকে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে গুজব ছড়িয়ে বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে থাকেন তাদের ওই সকল লেখায় লাইক বা শেয়ার করা যাবে না। তিনি আরো বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেমের কারনে বাংলাদেশে আজ বিশ্বের কাছে মর্জাদাশীল দেশ হিসেবে পরিনত হয়েছে। তার কারণে দেশে আজ কৃষি ও অর্থনীতি খাতসহ বিভিন্ন খাতে বিপ্লব ঘটেছে। এ ছাড়া আগামী বছর থেকে সকল মাধ্যমিক স্তরে কারিগরী শিক্ষার ট্রেড চালু করা হবে। এরই মধ্যে এবছরই ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরী বিষয়ক শিক্ষা দেয়া হচ্ছে। আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে একটি ট্রেডে কারিগরী শিক্ষার প্রাথমিক ধারণা পড়ানো হবে এবং নবম-দশম শ্রেণীতে দুটি ট্রেডের মধ্যে একটি বাধ্যতামূলকভাবে কারিগরী শিক্ষা পড়তে হবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী কারিগরী শিক্ষা লাভ করতে পারবেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা, ডাসার থানার ওসি মোহাম্মদ ওহাব মিয়া প্রমুখ।