বোলারদের কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ
স্পোর্টস রিপোর্টার :
সিরিজের তৃতীয় ম্যাচে বাজেভাবে হেরে (৫২ রান) নিজেদের সামর্থ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে মাহমুদউল্লাহর দল। হোমে অস্ট্রেলিয়ার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে চতুর্থ ম্যাচটিকে সিরিয়াসলি নিয়েছিল বাংলাদেশ দল।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে ৯৩/১০ এ আটকে ফেলাটাই ম্যাচ জয়ের সাহস জুগিয়েছে বাংলাদেশ দলকে।
অফ স্পিনার শেখ মেহেদী (১/২১), বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ (৪/১০) এবং বাঁ হাতি পেসার মোস্তাফিজের (৪/১২) বোলিংকে কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ-‘বোলাররা আরো একবার দারুণ দায়িত্ব পালন করেছে। বোলারদের কারণেই নিউ জিল্যান্ড কম টোটাল পেয়েছে। নাসুম, মেহেদী এবং মোস্তাফিজ দারুণ বল করেছে।’
ইনিংসের মাঝপথে নাইমকে নিয়ে ৩৫ রানের পার্টনারশিপ ম্যাচ জয়ে সহায়ক হয়েছে বলে মনে করছেন মাহমুদউল্লাহ-‘ব্যাটসম্যানরা সাধ্যমত চেষ্টা করেছে। আমাদের দরকার ছিল ইনিংসের মাঝে একটা বড় পার্টনারশিপ। আমি এবং নাইম সেই কাজটিই করেছি। আমরা একটি পার্টনারশিপ করে ম্যাচটাকে শেষ করতে চেয়েছিলাম।
সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ এ হারিয়েছে বাংলাদেশ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জয়ের কথা ভাবছেন মাহমুদউল্লাহ।বাংলাদেশ অধিনায়কের এখন লক্ষ্য সিরিজটাকে ৪-১ এ জয় দিয়ে উদযাপন করা-‘ সিরিজ জয়ের কৃতিত্ব আমি দিব টিম ম্যানেজমেন্ট এবং ছেলেদেরকে। আরো সুযোগ সামনে আছে। আশা করছি আমরা একটা গ্রুপ হিসেবে একত্রিত হবো এবং ম্যাচটি জিততে চেষ্টা করব।’