বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

মিঠাপুকুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুরে প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চেংমারী ইউনিয়ন পরিষদের সাতানী আকবপুর গ্রামে সাতানী যুবসংঘের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু, ১৪নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম প্রামানিক, ৮নং চেংমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ডা. শওগাত হোসেন প্রমুখ।

অতিথিগণ এই প্রাচীন ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজকগণকে ধন্যবাদ জানান এবং এমন প্রতিযোগিতা আয়োজনের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।