মিথ্যা চুরির মামলায় বৃদ্ধ পিতাকে জেল হাজতে পাঠানোর অভিযোগ মেয়ের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার:
জমি দখলকে কেন্দ্র করে পূর্বের জের ধরে ঈদের আগে মিথ্যা চুরির মামলা দিয়ে খলিলুর রহমান নামে এক বৃদ্ধকে জেল হাজতে পাঠানোর অভিযোগ উঠেছে ভূমিদস্যু আব্দুস সালামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের বুড়িরহাট এলাকায়।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সিটি প্রেসক্লাব রংপুরে বৃদ্ধ পিতার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগির ছোট মেয়ে খালেদা খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিদস্যু আব্দুস সালাম আমার মায়ের নামে রেকর্ডিয় ও নিজ নামে খারিজকৃত বসতবাড়ির কিছু জমি জোর পূর্বক দখল করে ও গোডাউন ঘর তৈরী করেন। আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বললে আমাদের কয়েক দফায় মারধর করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ২০২৩ সালের ১৮ জানুয়ারী ভূমিদস্যু আব্দুস সালাম ও তার সন্ত্রাসী ছেলেরাসহ কয়েকজন বাড়িতে প্রবেশ করেন এবং দেশীয় অস্ত্রে সস্ত্র সাথে নিয়ে আমাদেরকে বেধর মারধর করেন। এক পর্যায়ে আব্দুস সালামের ছেলে আক্তারুলের হাতে থাকা দেশি অস্ত্র দিয়ে আমাকে কোপ দিলে তা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করি তাতে হাতের আঙ্গুল কেটে ঝুলে পরে। বর্তমানে সেই হাত দিয়ে কোন স্বাভাবিক কাজ করতে পারি না। ওই বিষয়ে থানায় জিআর মামলা চলমান রয়েছে। সেই সাথে সম্পত্তি উদ্ধারের জন্য বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করি। যা চলমান রয়েছে। পরবর্তিতে একটি রায় আমাদের পক্ষে আসায় ভূমিদস্যু আব্দুস সালাম আমার বাবা এবং ভাইয়ের উপর বাঁশ, ও রড চুরির মিথ্যা মামলা করে। আশর্যজনক ব্যাপার হলো ঈদের দুইদিন আগে শুক্রবার রাত সাড়ে ৮ টায় চুরির মামলা হওয়ার পরপরই কোন রকম সাক্ষী কিংবা তদন্ত ছাড়াই আমার বাবাকে রাত সাড়ে ১০ টায় ধরে নিয়ে যায় পশুরাম থানা পুলিশ।
এরপরপরেই থানায় উপস্থিত হয়ে আমার মা ওসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, আব্দুস সালামের সাথে আপোষ করে নেন তাহলে সব বিষয়ে সমাধান হয়ে যাবে। বর্তমান আমার পিতা জেল হাজতে আছেন। যা আমাদের উপর অত্যন্ত অন্যায় ও অবিচার করা হয়েছে।
এসময় তিনি প্রশাসনের কাছে পিতার নামে মিথ্যা চুরির মামলা প্রত্যাহারসহ ভূমিদস্যু আব্দুস সালামের বিচার চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম, বড় মেয়ে খাদিজা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানাার ওসি হোসেন আলী বলেন ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি নেয়া হয়। পরে আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।