‘যৌক্তিক কারণে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে’
যৌক্তিক কারণে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, গতকালও আমি বলেছি, কি কারণে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। গ্যাসের মুল্য বৃদ্ধির পিছনে যৌক্তিক কিছু কারণ আছে।
বিরোধী শক্তি হরতালের ডাকে সাড়া পাবে না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয়, তারা দিতে পারেন। কিন্তু আমার ধারণা, হরতালে তারা জনগনের সাড়া পাবে না। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্নয় করা হয়েছে। কাজেই দেশের মানুষ এই বিষয়টাকে সহজভাবে নেবেন, এটাই আমরা আশা করি।
তিনি বলেন, যাতে এ নিয়ে জনগনের কোন ভোগান্তি না হয় সেদিকেও আমরা সচেষ্ট থাকবো। প্রধানমন্ত্রী নিজেই একজন জনদরদি মানুষ তিনি বিষয়টা দেখছেন। এখন বিরোধী দল প্রতিবাদ করবে বিক্ষোভ করবে এটাই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগনের কোন সাড়া মিলবে, এটা আমার বিশ্বাস হয় না।