বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

রংপুরের কাউনিয়ায় নিজস্ব অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

কাউনিয়া প্রতিনিধি: 

রংপুরের কাউনিয়ায় তিস্তাপাড়ে নিজস্ব অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে নদী বাঁচাও, তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ।

গত (০৬জুলাই) বিকালে তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে  কাউনিয়া তিস্তা সড়ক ও রেল সেতুর মাঝখানে নদীর উপর নির্মিত বিশেষ মঞ্চে আয়োজিত তিস্তা সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি’র ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কমিটির সাধারন সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায়   সমাবেশে ঘোষনাপত্র পাঠ করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও স্টাডিং কমিটির সদস্য বকতিয়ার রহমান শিশির।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশানারা বেগম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা আশিকুর রহমান,   কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন,চীন, ভারত বুঝিনা নিজস্ব অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে নদী তীরবর্তী দুই পাড়ের লক্ষ লক্ষ একর আবাদি জমি, ঘর বাড়ি রক্ষার জন্য অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।