কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় দুগ্ধ উৎপাদনকারী দলভূক্ত পিজি গ্রুপের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
গত (১১ফেব্রুয়ারী) রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন(এলডিডিপি) প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলভূক্ত পিজি গ্রুপের সদস্যদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করেন প্রাণীসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমী বেগম, ভেটেনারি সার্জন ডা: মোহাম্মদ শাকিল আহমেদ, এলইও ডাঃ আহসান হাবীব, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন খামারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন মিল্কিং মেশিন দ্বারা খামারীরা সহজে ও অল্প সময়ে গাভীর দুধ দোহন করতে পারবেন। এতে খামারীরা লাভবান হবেন।