শুক্র. সেপ্টে. 13th, 2024

রংপুরের কাউনিয়ায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

আজ (১১নভেম্বর) শনিবার কাউনিয়া যুবলীগের আয়োজনে উপজ যুবলীগ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান। র‌্যালী শেষে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক বাবু আনছারী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী রাঙ্গা, ছাত্রলীগের সাবেক নেতা মোশারফ হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র দাসসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে যুবলীগকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।