মঙ্গল. অক্টো. 15th, 2024

রংপুরের কাউনিয়ায় হলদীবাড়ী ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া হলদীবাড়ী ফুটবল প্রিমিয়ারলীগ ২০২৪ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


আজ(৭জুন)শুক্রবার দুপুরে হলদীবাড়ী রেলগেটের আয়োজনে হলদীবাড়ী গ্রামে হলদীবাড়ী ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সদর বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম। উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক আতিকুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির আহবায়ক আলেফনুর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলায় জুনিয়র একাদশকে ২-১ গোলে পরাজিত করে ভয়ানক একাদশ চ্যাম্পিয়ন হয়।


পরে টুর্নামেন্ট সেরা গোলদাতা এবং সেরা খেলোয়ারসহ বিজয়ী দলের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।