রংপুরের কাউনিয়ায় ১৫ আগষ্ট বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় বিএনপির গণঅবস্থান অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
(১৫ই আগষ্ট) বৃস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে কাউনিয়া বাসস্টান্ড মোড় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহব্বায়ক এমদাদুল হক ভরসা, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, সাবেক সাধারন সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ন আহব্বায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সদস্য মতিয়ার রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর, যুগ্ন আহব্বায়ক মোশারফ হোসেন, সফিউল আলম মুক্তি, মিজানুর রহমান উকিল, রকসি, যুবনেতা রাশেদুল ইসলাম, নজরুল ইসলাম সজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবলু সরকার বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ন আহবায়ক মাছুম প্রমুখ।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান বক্তারা।