রংপুরের কাউনিয়া কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের উদ্বোধন
সাগর, কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে একাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। এ প্রতিক্রিয়া চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
গত(২৬মে)রবিবার সকালে সারাদেশের ন্যায় কাউনিয়া কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ সমমান শ্রেণিতে ছাত্র/ছাত্রীদের অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফারুক আজম।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লবসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কলেজের অধ্যক্ষ ফারুক আজম বাংলার চিত্রকে বলেন, ঐতিহ্যবাহী একটি শ্রেষ্ঠ কলেজ, কলেজটি ১৯৭২ সালে স্থাগতির পর থেকে সুনামের সহিত চলে আসছে। কলেজে উচ্চ মাধ্যমিক পযার্য়ে স্নাতক ৮টি বিষয়ে অনার্স রয়েছে। নিয়মিত কলেজে ক্লাস হয়, ছাত্র/ছাত্রীরা নিয়মিত ক্লাসে আসলে বাহিরে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। গরীব মেধাবি ছাত্র/ছাত্রীদের সরকারি ভাবে বৃত্তি প্রদানসহ কলেজের আর্থিক ফান্ড থেকে ছাত্র/ছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। কলেজের ছাত্রাবাসে দূরের ছাত্র/ছাত্রীরা কম খরচে লেখাপড়ার করার সুযোগ পায়। তিনি অভিভাবদের উদ্দেশ্যে আরো বলেন ছাত্র/ছাত্রীরা ক্লাসে আসলো কিনা খোজ খবর রাখবেন, এতে সন্তানদের যে উদ্দেশ্যে কলেজে পাঠাচ্ছেন তা সফল হবে। সকল ছাত্র/ছাত্রীর অভিভাবদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।