স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ন জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি(প্রভাতী)প্রকল্পের আওতায় উপজেলার ভুতছড়া (মীরবাগ) হাটের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে।
গত(২৮জুলাই)বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে ভ‚তছাড়া(মীরবাগ)হাট প্রাঙ্গনে প্রকল্পের আওতায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুর্শা ইউপি চেয়ারমান আলহাজ্ব আব্দুল মজিদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, প্রভাতী প্রকল্পের কনসালটেন্ট রাজিবুল মতিন, ইউপি সদস্য তবারক আলী, হাট ইজারাদার মঞ্জুদার রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা শেষে দাতা সংস্থা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এ কাজে নিয়োজিত নারী-পুরুষ মিলে ৪০ জন এলসিএস সদস্যদের মাঝে ৪ লক্ষ ৪২ হাজার ৪৬৩ টাকা বিতরণ করা হয়।