মঙ্গল. সেপ্টে. 17th, 2024

রংপুরের কাউনিয়া সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রপুরের কাউনিয়া উপজেলার সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।


গত রবিবার(০২জুন)সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যানের কার্যালয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে সম্ভব্য আয় ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ২শত টাকার বাজেট ও সম্ভব্য ব্যয় ৭ কোটি ৮৩লাখ ৮৭ হাজার টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. আকরাম হোসেন।


বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান উকিল, সোহরাব হোসেন, মহির উদ্দিন, আফজাল হোসেন, হায়দার আলী, শাহ্ আলম, হাবিজার রহমান, শেফালী খাতুন, রতœা রানী, বিউটি বেগমসহ ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিক ও সুধীগণ উপস্থিত ছিলেন।


বাজেট সভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে উন্মুক্ত আলোচনা ও আগামী অর্থবছরের বাজেটকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতনমহল।