রংপুরের কাউনিয়ায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্ততি সভা
নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে গুম, খুন, নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনবহালের দাবীতে আগামী ২৯শে অক্টোবর বিএনপি’র রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরের কাউনিয়া প্রস্তÍতি সভা করা হয়েছে।
গত(২৫অক্টোবর)বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে প্রস্তÍতি সভা উপজেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য সচিব এড. মোজাহারুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রতœা বেগম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ, আনছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক কোয়েল আহম্মেদ ও ছাত্রনেতা আপেল মাহমুদসহ জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে গুম, খুন, নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনবহালের দাবীতে আগামী ২৯শে অক্টোবর বিএনপি’র রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।