বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

রংপুরের কাউনিয়ায় ব্রাইট ফিউচার শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।


নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলায়(১২জানুয়ারি)মঙ্গলবার সন্ধ্যায় সাব্দী অগ্রণী তরুন সংঘের আয়োজনে সাব্দী গ্রামে ব্রাইট ফিউচার শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অবসর প্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব সাঈদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী, ইউপি সদস্য সহিদার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারসহ অন্যান্য অতিথি বৃন্দ।

খেলায় জিরো পয়েন্ট একাদশ বনাম হান্টার নাইন একাদশ ফাইনাল খেলায় হান্টার নাইন একাদশকে হারিয়ে জিরো পয়েন্ট একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।