মঙ্গল. সেপ্টে. 17th, 2024

রংপুরের কাউনিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ



নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী ৭দিন ব্যাপি মেলার সমাপনি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

আজ(২৩মার্চ)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৭দিনব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলার সমাপনি আলোচনা সভা ও সাংস্কৃতিক উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি)মো: মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহনকারী স্টল গুলোর মধ্যে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।