রংপুরে মেসার্স আদিবা টেডার্সের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা :
রংপুর শহরে মেসার্স আদিবা টেডার্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার(২০মার্চ)সকালে রংপুর শহরের পূর্ব শালবন বৈশাখী মোড়ে মেসার্স আদিবা টেডার্সের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, যুগ্ম সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি ও জেলা যুবলীগ ফিরোজ সরকার, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাব হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানের পরিচালক মো. আলতাব হোসেন জানান, গ্রাহক সেবার লক্ষে রড, সিমেন্ট খুচরা ও পাইকারী বিক্রয় করা হবে।