রংপুর বিভাগে ভূমিকম্প উৎপত্তিস্থল ভারতের আসামের মেঘালয়
স্টাফ রিপোর্টার রংপুর
রংপুর বিভাগে আঘাত হেনেছে ভূমিকম্প।আবহাওয়া অফিস বলেছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২ মাত্রা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রংপুর বিভাগ। ভূমিকম্পের স্থায়ী সময়ছিল প্রায় ছয় সেকেন্ড।এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের মেঘালয়ের রেসুবল পাড়া থেকে তিন কিলোমিটার দূরে।এখবর লেখাপর্যন্ত বিভাগের কোথাও বড় ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। রংপুর থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১‘শ ৫৭ কিলোমিটার। বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান।